বিপদের সময় মানুষের পাশে প্রাক্তন বিধায়ক রাম প্রবেশ মন্ডলের পুত্র বিশ্বজিৎ মণ্ডল
![ছবি](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgV8_5iOyG9xMirjq35imBc-cGlTSccgbXYOSxqVQB3JzqAjvbju2UYgb91T6GeBi3BqF7nR6nSJOZM3SFh4ytKQ8UsADHVNTH8G4ro0y_6sTpN5IWoMpjMu0Df9tCK5aHK0dMRIGGSs8X1zUXWy_Bq4ehp8dWvC10DqXOBxvnH85h0cQeFwagg82KfU1M/s320/1000097258.jpg)
মানিকচক: - ভয়াবহ বন্যার প্রাদুর্ভাব কাটিয়ে ভুতনির প্রিয় মানুষগুলো ফিরছিল জীবনের স্বাভাবিক ছন্দে, তারই মাঝে হিরানন্দপুর অঞ্চলের গোপালটোলা গ্রামের তিনটি পরিবারে গতকালকে নেমে এসেছিল অসতর্কতা বসত ভয়াবহ আগুনের তাণ্ডব। ভয়াবহ আগুনে তিনটি বাড়ি ভূষ্মীভূত হয়ে গিয়েছিল, দৈনন্দিন খাবার জিনিসপত্র থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপত্র, আসবাব এমনকি ঘরের ছাউনিও সমস্তটাই জ্বলে গিয়েছিল। সেই সর্বহারা পরিবারগুলির পাশে দাঁড়ালেন তৃণমুল জেলা যুব প্রেসিডেন্ট বিশ্বজিৎ মন্ডল। ভূতনির মানুষের সঙ্গে বন্যার সময় থেকে তিনি কাজ করে একটা আত্মিক সম্পর্ক তৈরি করে ফেলেছেন। তাই এই বিপদের দিনে বিশ্বজিৎ মণ্ডল ওই তিনটি পরিবারের পাশে দাঁড়ালেন। এই তিনটি পরিবারকে তাদের ঘরগুলি মেরামতির জন্য আসবেস্টাস, টিন ও রান্না করে খাওয়ার মত চাল, ডাল, তরকারি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছুই তুলে দিলেন। নির্বাচিত জনপ্রতিনিধি না হওয়া সত্ত্বেও নিজস্ব টাকা ব্যয় করে এই ভাবে মানুষের পাশে দাঁড়ানো কারণ তৃণমুল জেলা যুব প্রেসিডেন্ট বিশ্বজিৎ মন্ডলের কাছে জানতে চাওয়া হলে,তিনি বলেন এটি আমার নৈতিক কর্তব্যের মধ্...