নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা, 68জন যাত্রীও 4জন বিমান কর্মীসহ 72 জন ছিল, তার মধ্যে এখন পর্যন্ত 16 জনের দেহ উদ্ধার
![ছবি](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEvrXmfcJCGgXeOu73slLvmeA3kCfguN0UoQ2fv8Crax-PaLmN3yj2ewojyA4tIvBgduiMa4Nygb8Iv5IwZhoNHfPBn2BAPhHHddbzUewmqIU6Ysrq8jy7wSyRtyHH2x0ZpD4dQt9qY1cnM_7Xicv46QTpFcsjZPGjyDLFEwWe7ygb1YjaTVQbP35S/s320/Screenshot_20230115_140135-picsay.jpg)
15 জানুয়ারি :- নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটল । নেপালের পোখরাতে রবিবার সকালে ভেঙে পড়ে যাত্রীবাহী বিমান। । দুর্ঘটনার কবলে পড়া ওই বিমানে ৬৮ জন যাত্রী ও ৪ জন কেবিন ক্রু ছিলেন। সেখানে দেখা যাচ্ছে, বিমানটি যেখানে পড়ে আছে সেখানে আগুন জ্বলছে। এবং আশপাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধারকারী দল পৌঁছে গিয়েছে দুর্ঘটনাস্থলে। দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যু খবর সামনে এসেছে। ১৬ জনের দেহ ইতিমধ্যেই উদ্ধার হয়েছে । উল্লেখ্য ওই বিমানে 5 জন ভারতীয় ও ছিলেন। সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বেশ কিছু দুর্ঘটনার ছবি ।