পোস্টগুলি

জানুয়ারী, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা, 68জন যাত্রীও 4জন বিমান কর্মীসহ 72 জন ছিল, তার মধ্যে এখন পর্যন্ত 16 জনের দেহ উদ্ধার

ছবি
15 জানুয়ারি :- নেপালে  ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটল । নেপালের পোখরাতে রবিবার সকালে ভেঙে পড়ে যাত্রীবাহী বিমান। । দুর্ঘটনার কবলে পড়া ওই বিমানে ৬৮ জন যাত্রী ও ৪ জন কেবিন ক্রু ছিলেন।  সেখানে দেখা যাচ্ছে, বিমানটি যেখানে পড়ে আছে সেখানে আগুন জ্বলছে। এবং আশপাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধারকারী দল পৌঁছে গিয়েছে দুর্ঘটনাস্থলে।  দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যু খবর সামনে এসেছে। ১৬ জনের দেহ ইতিমধ্যেই উদ্ধার হয়েছে । উল্লেখ্য ওই বিমানে 5 জন ভারতীয় ও ছিলেন। সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বেশ কিছু দুর্ঘটনার ছবি ।

আবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া।

ছবি
  ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। সোমবার রাত্রে একটি বড় মাপের ভূমিকম্প হয়েছে বলে জানা যাচ্ছে। এর জেরে ইন্দ্রনেশিয়ায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। আরও জানা গিয়েছে রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 7.9। তবে রিখটার স্কেলের মাত্রা 5এর অনেক বেশি ,তাই অসংখ্য প্রাণহানি ও সম্পত্তি হানির আশঙ্কা রয়েছে,তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। মালুকু দ্বীপ থেকে প্রায় 150 কিলোমিটার দূরে এর উৎস বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ভারতীয় সময় রাত 11টা বেজে 20 মিনিটে এই ভূমিকম্প আঘাত হেনেছে। 2004 সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তর উপকূলে ভয়াবহ ভূমিকম্প হয়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 9.1 । ইন্দোনেশিয়ার সেই ভূমিকম্পে ভারত মহাসাগর জুড়ে বিভিন্ন দেশে সুনামি তরঙ্গ আঘাত হেনেছিল। শুধুমাত্র ইন্দোনেশিয়াতেই 2004 সালে 2,20,000 এর বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

প্রয়াত হলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী

ছবি
  প্রয়াত হলেন  প্রাক্তন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী।  শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হয়।  রবিবার সকালে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  স্বজনরা আজ তাঁকে লখনউ পিজিআই-তে নিয়ে যাওয়ার কথা ছিল।  দু'দিন আগে, প্রাক্তন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠিকে প্রয়াগরাজের আকুরা ক্রিটিক্যাল কেয়ার হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছিল।  সেখানে চিকিৎসকরা তার ওপর নজর রাখছিলেন।  পায়ের পাতার মোজাবিশেষের সাহায্যে তাকে অক্সিজেনের পাশাপাশি পানীয় দেওয়া হচ্ছিল। শনিবার সমস্যা বাড়লে চিকিৎসকরা তাঁকে লখনউ নিয়ে যাওয়ার পরামর্শ দেন।  পরিবারের সদস্যরা জানিয়েছেন যে আজ তাকে পিজিআই লখনউতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।  কিন্তু তার আগেই তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 88 বছর।