আবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া।
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। সোমবার রাত্রে একটি বড় মাপের ভূমিকম্প হয়েছে বলে জানা যাচ্ছে। এর জেরে ইন্দ্রনেশিয়ায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। আরও জানা গিয়েছে রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 7.9। তবে রিখটার স্কেলের মাত্রা 5এর অনেক বেশি ,তাই অসংখ্য প্রাণহানি ও সম্পত্তি হানির আশঙ্কা রয়েছে,তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
মালুকু দ্বীপ থেকে প্রায় 150 কিলোমিটার দূরে এর উৎস বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ভারতীয় সময় রাত 11টা বেজে 20 মিনিটে এই ভূমিকম্প আঘাত হেনেছে। 2004 সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তর উপকূলে ভয়াবহ ভূমিকম্প হয়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 9.1 । ইন্দোনেশিয়ার সেই ভূমিকম্পে ভারত মহাসাগর জুড়ে বিভিন্ন দেশে সুনামি তরঙ্গ আঘাত হেনেছিল। শুধুমাত্র ইন্দোনেশিয়াতেই 2004 সালে 2,20,000 এর বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন