সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল বিশেষ বিবাহ আইনে বিয়ে সারলেন
![ছবি](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGzfkp1Oys_bBPWPV2Bw38lXClBhXFtgIyaCRvs7z3pjivTh81Ft2qrvGSeTKwsxHbYeTeH_WMWoK66MWFjbd6O7jRoE1D7X_LnvY7ejpJ_COIzZEQ1fnSS5NRg8FAGeXgI_87RShd0WhszFvD4zu-CsNBjzXDdKg_Kz4NPfoJgJLeSG_klREmBTVctak/s320/FB_IMG_1719193427677.jpg)
হিন্দু বা মুসলিম ধর্মীয় মতে নয়, বিশেষ বিবাহ আইনে বিয়ে হলো সোনাক্ষীর! হিন্দু কিংবা মুসলিম মতে নয়, ‘স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’ অর্থাৎ, বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে হলো সোনাক্ষী সিন্হা এবং জ়াহির ইকবালের।এর পূর্বে অভিনেত্রী স্বরা ভাস্কর এবং সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদেরও বিয়েও হয়েছে এই আইন মেনে। সোনাক্ষী সিন্হা এবং জ়াহির ইকবাল একসঙ্গে নতুন জীবন শুরু করলেন ।২৩ জুন, রবিবার রাতে বিবাহসূত্রে বাঁধা পড়লেন দু’জনে। হিন্দুমতে না কি মুসলিম— সোনাক্ষী এবং জাহিরের বিয়ে কোন নিয়ম মেনে হবে, তা নিয়ে প্রথম থেকেই জল্পনা ছিল। তবে সেই জল্পনার অবসান ঘটিয়েছেন সোনাক্ষী সিনহার হবু শ্বশুর ইকবাল রতনসি। তিনি জানিয়েছেন, মুসলিম পরিবারে বিয়ে হলেও, সোনাক্ষী তাঁর নিজের ধর্ম পরিবর্তন করবেন না বলেই সূত্রের খবর। ‘স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট’ অর্থাৎ, বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে হবে সোনাক্ষী সিনহাও জ়াহির ইকবালের। ভারতবর্ষে তিন ধরনের বিবাহ সংক্রান্ত আইন আছে। ১) হিন্দু বিবাহ আইন ২) মুসলিম বিবাহ আইন এবং ৩) বিশেষ বিবাহ আইন। ১৯৫৪ সালের ৯ অক্টোবর সংসদে এই বিশেষ বিবাহ আইন পাশ কর...