সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল বিশেষ বিবাহ আইনে বিয়ে সারলেন

 হিন্দু বা মুসলিম ধর্মীয় মতে নয়, বিশেষ বিবাহ আইনে বিয়ে হলো সোনাক্ষীর!

হিন্দু কিংবা মুসলিম মতে নয়, ‘স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’ অর্থাৎ, বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে হলো সোনাক্ষী সিন্‌হা এবং জ়াহির ইকবালের।এর পূর্বে অভিনেত্রী স্বরা ভাস্কর এবং সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদেরও বিয়েও হয়েছে এই আইন মেনে।


সোনাক্ষী সিন্‌হা এবং জ়াহির ইকবাল  একসঙ্গে নতুন জীবন শুরু করলেন ।২৩ জুন, রবিবার রাতে বিবাহসূত্রে বাঁধা পড়লেন  দু’জনে। হিন্দুমতে না কি মুসলিম— সোনাক্ষী এবং জাহিরের বিয়ে কোন নিয়ম মেনে হবে, তা নিয়ে প্রথম থেকেই জল্পনা ছিল। তবে সেই জল্পনার অবসান ঘটিয়েছেন সোনাক্ষী সিনহার হবু শ্বশুর ইকবাল রতনসি। তিনি জানিয়েছেন, মুসলিম পরিবারে বিয়ে হলেও, সোনাক্ষী তাঁর নিজের ধর্ম পরিবর্তন করবেন না বলেই সূত্রের খবর। ‘স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট’ অর্থাৎ, বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে হবে সোনাক্ষী সিনহাও জ়াহির ইকবালের।


 ভারতবর্ষে তিন ধরনের  বিবাহ সংক্রান্ত আইন আছে। ১) হিন্দু বিবাহ আইন ২) মুসলিম বিবাহ আইন এবং ৩) বিশেষ বিবাহ আইন।

 ১৯৫৪ সালের ৯ অক্টোবর সংসদে এই বিশেষ বিবাহ আইন পাশ করা হয়। এই আইনের উদ্দেশ্য ধর্মীয় পরিচয় অপরিবর্তিত রেখেই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া। এই আইন বিবাহের সময় ধর্মান্তরিত হওয়ার কথা বলে না।


এই আইনে যারা  বিয়ে করতে পারবেন:-

সব ধর্ম ও বর্ণ পরিচয় নির্বিশেষে সকল ভারতীয় নাগরিক এই আইন মতে বিয়ে করতে পারেন। এমনকি, যাঁরা ধর্ম পরিচয়ের বাইরে রাখতে চান নিজেদের, তাঁরাও এই আইন অনুযায়ী বিয়ে করতে পারবেন।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এনসিটিই - র মেন্টর নিযুক্ত হলেন জাতীয় শিক্ষক তথা শোভানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর হরিস্বামী দাস

দুরারোগ্যক্যান্সার রোগ আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ালেন বিশ্বজিৎ মন্ডল

মুম্বাইয়ের লীলাবতী হসপিটাল থেকে ছাড়া পেলেন ছোট নবাব