দুরারোগ্যক্যান্সার রোগ আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ালেন বিশ্বজিৎ মন্ডল
![ছবি](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhXl_iK1g8KbPHAJ1oQBVmhXIybteAAetRrnHZ3Gkg0_kbpvzoA-sL045OrqtP_OdwZeIzPcbDuTDQYMJ9EUQfarrNnDIWl7cvEA8CoWwynwnGHt9eVgyE7JfbcUoohxSYmdndoPukd7VefT-GyeOrNrsFi3zItnsXv93DG2YpduPsJCdvLES5e819VaQ/s320/1000166241.jpg)
মানিকচকের ছেলে সম্রাট সাহা (৩০) দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ( ফোর্থ স্টেজ )। চিকিৎসার যা খরচ তা ,তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। এমন সময় সম্রাট সাহার পাশে দাঁড়ালেন মানিকচকের অধিবাসী তথা মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ মন্ডল । বিশ্বজিৎ মন্ডল সেই পরিবারকে চিকিৎসার জন্য আর্থিক কুড়ি হাজার টাকা সাহায্য করলেন ।এছাড়াও তিনি সংগঠনের তরফ থেকে চিকিৎসার ব্যবস্থাও করেছেন। সম্রাট সাহার চিকিৎসার জন্য বিশ্বজিৎ বাবুর উদ্যোগ নিঃসন্দেহে সম্রাটের পরিবারকে একটু স্বস্তি দেবে ।