পোস্টগুলি

জানুয়ারী, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দুরারোগ্যক্যান্সার রোগ আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ালেন বিশ্বজিৎ মন্ডল

ছবি
 মানিকচকের ছেলে সম্রাট সাহা (৩০) দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ( ফোর্থ স্টেজ )। চিকিৎসার যা খরচ তা ,তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। এমন সময় সম্রাট সাহার  পাশে দাঁড়ালেন মানিকচকের অধিবাসী তথা মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি  বিশ্বজিৎ মন্ডল ।  বিশ্বজিৎ মন্ডল সেই পরিবারকে চিকিৎসার জন্য আর্থিক কুড়ি হাজার টাকা সাহায্য করলেন ।এছাড়াও তিনি সংগঠনের তরফ থেকে চিকিৎসার ব্যবস্থাও করেছেন। সম্রাট সাহার চিকিৎসার জন্য বিশ্বজিৎ বাবুর উদ্যোগ নিঃসন্দেহে  সম্রাটের পরিবারকে একটু স্বস্তি দেবে ।

মুম্বাইয়ের লীলাবতী হসপিটাল থেকে ছাড়া পেলেন ছোট নবাব

ছবি
লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পেলেন ছোট নবাব সইফ আলি খান। মধ্যরাতে তাঁর বাড়িতে ঢুকে হামলা চালিয়েছিল এক আততায়ী। ছ’বার ছুরির কোপ মারা হয়েছিল সাইফ আলিখানকে। গুরুতর জখম অবস্থায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। আড়াই ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর অভিনেতার মেরুদণ্ডের খুব কাছ থেকে বের করা হয় ভেঙে ঢুকে যাওয়া ছুরির অংশ। চিকিৎসকরা জানাচ্ছেন, অভিনেতা আপাতত স্থিতিশীল । এইমুহুর্তে পুরোপুরি বেডরেস্টের পরামর্শ দেওয়া হয়েছে অভিনেতাকে। কয়েক সপ্তাহ কারও সঙ্গে দেখা করবেন না বলেও জানানো হয়েছে পরিবারের তরফে। 

এনসিটিই - র মেন্টর নিযুক্ত হলেন জাতীয় শিক্ষক তথা শোভানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর হরিস্বামী দাস

ছবি
  মালদা, জানুয়ারি 19:- জাতীয় শিক্ষা নীতি (NEP) ২০২০-র অধীনে শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে গৃহীত উদ্যোগগুলির মধ্যে অন্যতম হল জাতীয় শিক্ষা মিশন (National Mission for Mentoring - NMM)। এই মিশনের মাধ্যমে শিক্ষকদের জন্য মানসম্পন্ন প্রশিক্ষণ ও মেন্টরশিপ সেবা প্রদান করা হবে। এই লক্ষ্য পূরণের জন্য জাতীয় শিক্ষকের প্রশিক্ষণ পরিষদ (NCTE) এমন এক বিশাল পুল গঠন করছে, যেখানে দেশের সেরা পেশাদার ব্যক্তিত্বরা নিজেদের জ্ঞান, অভিজ্ঞতা ও মানসিক সহায়তা প্রদান করবেন। এই  উদ্যোগের অংশ হিসাবে, মালদার ড. হরিস্বামী দাস-কে মেন্টর হিসেবে নির্বাচিত করা হয়েছে। ড. দাস, যিনি শোভানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একজন বিশিষ্ট উদ্ভিদবিদ, শিক্ষা এবং সমাজসেবার ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য অবদানের জন্য ইতিমধ্যেই দেশজুড়ে পরিচিত। ডক্টর দাসের এই সম্মান শুধু শোভানগর উচ্চ বিদ্যালয়ের জন্য নয়, সমগ্র মালদা জেলার জন্য এক বড় গর্বের বিষয়। তাঁর মতো একজন অভিজ্ঞ শিক্ষাবিদ এবং পরিবেশ সচেতন ব্যক্তিত্বের দ্বারা শিক্ষকদের মেন্টরিং নিঃসন্দেহে দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে এক বড় পদক্ষেপ। ড. হরিস্বামী দাসের মে...