এনসিটিই - র মেন্টর নিযুক্ত হলেন জাতীয় শিক্ষক তথা শোভানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর হরিস্বামী দাস
মালদা, জানুয়ারি 19:-জাতীয় শিক্ষা নীতি (NEP) ২০২০-র অধীনে শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে গৃহীত উদ্যোগগুলির মধ্যে অন্যতম হল জাতীয় শিক্ষা মিশন (National Mission for Mentoring - NMM)। এই মিশনের মাধ্যমে শিক্ষকদের জন্য মানসম্পন্ন প্রশিক্ষণ ও মেন্টরশিপ সেবা প্রদান করা হবে। এই লক্ষ্য পূরণের জন্য জাতীয় শিক্ষকের প্রশিক্ষণ পরিষদ (NCTE) এমন এক বিশাল পুল গঠন করছে, যেখানে দেশের সেরা পেশাদার ব্যক্তিত্বরা নিজেদের জ্ঞান, অভিজ্ঞতা ও মানসিক সহায়তা প্রদান করবেন।
এই উদ্যোগের অংশ হিসাবে, মালদার ড. হরিস্বামী দাস-কে মেন্টর হিসেবে নির্বাচিত করা হয়েছে। ড. দাস, যিনি শোভানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একজন বিশিষ্ট উদ্ভিদবিদ, শিক্ষা এবং সমাজসেবার ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য অবদানের জন্য ইতিমধ্যেই দেশজুড়ে পরিচিত। ডক্টর দাসের এই সম্মান শুধু শোভানগর উচ্চ বিদ্যালয়ের জন্য নয়, সমগ্র মালদা জেলার জন্য এক বড় গর্বের বিষয়। তাঁর মতো একজন অভিজ্ঞ শিক্ষাবিদ এবং পরিবেশ সচেতন ব্যক্তিত্বের দ্বারা শিক্ষকদের মেন্টরিং নিঃসন্দেহে দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে এক বড় পদক্ষেপ।
ড. হরিস্বামী দাসের মেন্টর হিসেবে নির্বাচন তাঁর কর্মজীবনের আরেকটি সাফল্য। তাঁর গবেষণা, শিক্ষাব্যবস্থা উন্নয়ন এবং পরিবেশ সচেতনতার জন্য তিনি আজ সারা দেশের শিক্ষকদের কাছে এক উজ্জ্বল উদাহরণ। তাঁর এই সম্মান জাতীয় শিক্ষা নীতির লক্ষ্য পূরণে এক বড় অবদান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন