পোস্টগুলি

দুরারোগ্যক্যান্সার রোগ আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ালেন বিশ্বজিৎ মন্ডল

ছবি
 মানিকচকের ছেলে সম্রাট সাহা (৩০) দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ( ফোর্থ স্টেজ )। চিকিৎসার যা খরচ তা ,তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। এমন সময় সম্রাট সাহার  পাশে দাঁড়ালেন মানিকচকের অধিবাসী তথা মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি  বিশ্বজিৎ মন্ডল ।  বিশ্বজিৎ মন্ডল সেই পরিবারকে চিকিৎসার জন্য আর্থিক কুড়ি হাজার টাকা সাহায্য করলেন ।এছাড়াও তিনি সংগঠনের তরফ থেকে চিকিৎসার ব্যবস্থাও করেছেন। সম্রাট সাহার চিকিৎসার জন্য বিশ্বজিৎ বাবুর উদ্যোগ নিঃসন্দেহে  সম্রাটের পরিবারকে একটু স্বস্তি দেবে ।

মুম্বাইয়ের লীলাবতী হসপিটাল থেকে ছাড়া পেলেন ছোট নবাব

ছবি
লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পেলেন ছোট নবাব সইফ আলি খান। মধ্যরাতে তাঁর বাড়িতে ঢুকে হামলা চালিয়েছিল এক আততায়ী। ছ’বার ছুরির কোপ মারা হয়েছিল সাইফ আলিখানকে। গুরুতর জখম অবস্থায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। আড়াই ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর অভিনেতার মেরুদণ্ডের খুব কাছ থেকে বের করা হয় ভেঙে ঢুকে যাওয়া ছুরির অংশ। চিকিৎসকরা জানাচ্ছেন, অভিনেতা আপাতত স্থিতিশীল । এইমুহুর্তে পুরোপুরি বেডরেস্টের পরামর্শ দেওয়া হয়েছে অভিনেতাকে। কয়েক সপ্তাহ কারও সঙ্গে দেখা করবেন না বলেও জানানো হয়েছে পরিবারের তরফে। 

এনসিটিই - র মেন্টর নিযুক্ত হলেন জাতীয় শিক্ষক তথা শোভানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর হরিস্বামী দাস

ছবি
  মালদা, জানুয়ারি 19:- জাতীয় শিক্ষা নীতি (NEP) ২০২০-র অধীনে শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে গৃহীত উদ্যোগগুলির মধ্যে অন্যতম হল জাতীয় শিক্ষা মিশন (National Mission for Mentoring - NMM)। এই মিশনের মাধ্যমে শিক্ষকদের জন্য মানসম্পন্ন প্রশিক্ষণ ও মেন্টরশিপ সেবা প্রদান করা হবে। এই লক্ষ্য পূরণের জন্য জাতীয় শিক্ষকের প্রশিক্ষণ পরিষদ (NCTE) এমন এক বিশাল পুল গঠন করছে, যেখানে দেশের সেরা পেশাদার ব্যক্তিত্বরা নিজেদের জ্ঞান, অভিজ্ঞতা ও মানসিক সহায়তা প্রদান করবেন। এই  উদ্যোগের অংশ হিসাবে, মালদার ড. হরিস্বামী দাস-কে মেন্টর হিসেবে নির্বাচিত করা হয়েছে। ড. দাস, যিনি শোভানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একজন বিশিষ্ট উদ্ভিদবিদ, শিক্ষা এবং সমাজসেবার ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য অবদানের জন্য ইতিমধ্যেই দেশজুড়ে পরিচিত। ডক্টর দাসের এই সম্মান শুধু শোভানগর উচ্চ বিদ্যালয়ের জন্য নয়, সমগ্র মালদা জেলার জন্য এক বড় গর্বের বিষয়। তাঁর মতো একজন অভিজ্ঞ শিক্ষাবিদ এবং পরিবেশ সচেতন ব্যক্তিত্বের দ্বারা শিক্ষকদের মেন্টরিং নিঃসন্দেহে দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে এক বড় পদক্ষেপ। ড. হরিস্বামী দাসের মে...

বিপদের সময় মানুষের পাশে প্রাক্তন বিধায়ক রাম প্রবেশ মন্ডলের পুত্র বিশ্বজিৎ মণ্ডল

ছবি
  মানিকচক: - ভয়াবহ বন্যার প্রাদুর্ভাব কাটিয়ে ভুতনির প্রিয় মানুষগুলো ফিরছিল জীবনের স্বাভাবিক ছন্দে, তারই মাঝে হিরানন্দপুর অঞ্চলের গোপালটোলা গ্রামের তিনটি পরিবারে গতকালকে নেমে এসেছিল অসতর্কতা বসত ভয়াবহ আগুনের তাণ্ডব। ভয়াবহ আগুনে তিনটি বাড়ি ভূষ্মীভূত হয়ে গিয়েছিল, দৈনন্দিন খাবার জিনিসপত্র থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপত্র, আসবাব এমনকি ঘরের ছাউনিও সমস্তটাই জ্বলে গিয়েছিল। সেই সর্বহারা পরিবারগুলির পাশে দাঁড়ালেন তৃণমুল জেলা যুব প্রেসিডেন্ট বিশ্বজিৎ মন্ডল। ভূতনির মানুষের সঙ্গে বন্যার সময় থেকে তিনি কাজ করে একটা আত্মিক সম্পর্ক তৈরি করে ফেলেছেন। তাই এই বিপদের দিনে বিশ্বজিৎ মণ্ডল ওই তিনটি পরিবারের পাশে দাঁড়ালেন। এই তিনটি পরিবারকে তাদের ঘরগুলি মেরামতির জন্য আসবেস্টাস, টিন ও রান্না করে খাওয়ার মত চাল, ডাল, তরকারি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছুই তুলে দিলেন।    নির্বাচিত জনপ্রতিনিধি না হওয়া সত্ত্বেও নিজস্ব টাকা ব্যয় করে এই ভাবে মানুষের পাশে দাঁড়ানো কারণ তৃণমুল জেলা যুব প্রেসিডেন্ট বিশ্বজিৎ মন্ডলের কাছে জানতে চাওয়া হলে,তিনি বলেন এটি আমার নৈতিক কর্তব্যের মধ্...

গঙ্গার ভাঙন রোধের স্থায়ী সমাধান, ও ভাঙ্গনগ্রস্থদের পুনর্বাসন সহ একাধিক দাবিতে মানিকচক ভিডিওকে মানিকচক বিডিও কে ডেপুটেশন গঙ্গা ভাঙন অ্যাকশন কমিটির ডেপুটেশন

ছবি
  29 অক্টোবর, মানিকচক:- মালদার নদী ভাঙন প্রতিরোধের স্থায়ী সমাধান ও মানিকচক ব্লকের ভূতনির উত্তর চন্ডিপুর, দক্ষিণ চন্ডিপুর, হিরানন্দপুর, মানিকচক ও গোপালপুর অঞ্চলের নদী ভাঙ্গনগ্রস্থ ও বন্যা প্লাবিত পরিবার গুলির ক্ষতিপূরণ ,পুনর্বাসন, অবিলম্বে ভুতনির কাটা অংশগুলিতে রিং বাঁধ ও শ্লুইস গেট করতে হবে ,অরাজনৈতিক ভাবে প্রতিটি চাষীকে পর্যাপ্ত পরিমাণ শস্যবীজ প্রদান সহ 11দফা দাবি নিয়ে মানিকচক BDO এর হাতে ডেপুটেশন তুলে দিলেন গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির 10 জনের প্রতিনিধি টিম। এই টিমে উপস্থিত ছিলেন মালদা জেলা গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির মুখপাত্র তরিকুল ইসলাম,সম্পাদক খিদির বক্স আহ্বায়ক মোসারেকুল আনোয়ার , গৌতম পাল ,রফিকুল ইসলাম প্রমুখ। ডেপুটেশন শেষে মালদা জেলা গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির সম্পাদক খিদির বক্স এবং মালদা জেলা গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির মুখপাত্র তরিকুল ইসলাম উভয়ই সোনার নিউজ টিভিকে জানান, তারা এরপর মালদার অন্যান্য ব্লকের BDO কে ডেপুটেশন দেবেন, তারপর সম্মিলিতভাবে জেলাশাসককে ডেপুটেশন দিবেন, কাজ না হলে বৃহত্তর আন্দোলনে নামার ...

সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল বিশেষ বিবাহ আইনে বিয়ে সারলেন

ছবি
  হিন্দু বা মুসলিম ধর্মীয় মতে নয়, বিশেষ বিবাহ আইনে বিয়ে হলো সোনাক্ষীর! হিন্দু কিংবা মুসলিম মতে নয়, ‘স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’ অর্থাৎ, বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে হলো সোনাক্ষী সিন্‌হা এবং জ়াহির ইকবালের।এর পূর্বে অভিনেত্রী স্বরা ভাস্কর এবং সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদেরও বিয়েও হয়েছে এই আইন মেনে। সোনাক্ষী সিন্‌হা এবং জ়াহির ইকবাল  একসঙ্গে নতুন জীবন শুরু করলেন ।২৩ জুন, রবিবার রাতে বিবাহসূত্রে বাঁধা পড়লেন  দু’জনে। হিন্দুমতে না কি মুসলিম— সোনাক্ষী এবং জাহিরের বিয়ে কোন নিয়ম মেনে হবে, তা নিয়ে প্রথম থেকেই জল্পনা ছিল। তবে সেই জল্পনার অবসান ঘটিয়েছেন সোনাক্ষী সিনহার হবু শ্বশুর ইকবাল রতনসি। তিনি জানিয়েছেন, মুসলিম পরিবারে বিয়ে হলেও, সোনাক্ষী তাঁর নিজের ধর্ম পরিবর্তন করবেন না বলেই সূত্রের খবর। ‘স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট’ অর্থাৎ, বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে হবে সোনাক্ষী সিনহাও জ়াহির ইকবালের।  ভারতবর্ষে তিন ধরনের  বিবাহ সংক্রান্ত আইন আছে। ১) হিন্দু বিবাহ আইন ২) মুসলিম বিবাহ আইন এবং ৩) বিশেষ বিবাহ আইন।  ১৯৫৪ সালের ৯ অক্টোবর সংসদে এই বিশেষ বিবাহ আইন পাশ কর...

গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক, মাঝরাতে মন্ত্রীকে সিজিও-দফতরে আনল ED

ছবি
  কোলকাতা, অক্টোবর 27:- এবার রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হল রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। প্রায় ২১ ঘণ্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর রাত ৩ টে ২০ মিনিটে তাঁকে তাঁর বাড়ি থেকে বের করে নিয়ে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সম্প্রতি এই মামলায় বাকিবুর রহমান নামে এক রেশন ডিলার গ্রেফতার হওয়ার পরই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়র নাম সামনে আসে। আর পুজো শেষ হতেই বৃহস্পতিবার সকালে মন্ত্রীর বাড়িতে পৌঁছে যায় ইডি-র টিম। তাঁর সল্টলেকের দুটি বাড়িতে চলে ম্যারাথন তল্লাশি। গভীর রাতে তাঁকে গ্রেফতার করে ইডি। ইডি সূত্রে খবর, মন্ত্রীর বাড়ি থেকে রেশন বণ্টন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র মিলেছে। রেশন বণ্টন মামলায় এই প্রথম কোনও মন্ত্রী গ্রেফতার হলেন। বৃহস্পতিবার রাত 3টা নাগাদ জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা। সিজিও কমপ্লেক্সের ইডি দফতরেও তাঁকে নিয়ে আসা হয়েছে। তবে এ বিষয়ে ইডির কোনও আধিকারিক কোনও মন্তব্য করেননি। সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্যোতিপ্রিয় বলেন, “গভীর ষড়যন্ত্রের শিকার হলাম আমি। শুধু এটুকুই বলে গেলাম। ভারতীয় জনতা পার্টি খুব ভ...