গঙ্গার ভাঙন রোধের স্থায়ী সমাধান, ও ভাঙ্গনগ্রস্থদের পুনর্বাসন সহ একাধিক দাবিতে মানিকচক ভিডিওকে মানিকচক বিডিও কে ডেপুটেশন গঙ্গা ভাঙন অ্যাকশন কমিটির ডেপুটেশন
29 অক্টোবর, মানিকচক:-মালদার নদী ভাঙন প্রতিরোধের স্থায়ী সমাধান ও মানিকচক ব্লকের ভূতনির উত্তর চন্ডিপুর, দক্ষিণ চন্ডিপুর, হিরানন্দপুর, মানিকচক ও গোপালপুর অঞ্চলের নদী ভাঙ্গনগ্রস্থ ও বন্যা প্লাবিত পরিবার গুলির ক্ষতিপূরণ ,পুনর্বাসন, অবিলম্বে ভুতনির কাটা অংশগুলিতে রিং বাঁধ ও শ্লুইস গেট করতে হবে ,অরাজনৈতিক ভাবে প্রতিটি চাষীকে পর্যাপ্ত পরিমাণ শস্যবীজ প্রদান সহ 11দফা দাবি নিয়ে মানিকচক BDO এর হাতে ডেপুটেশন তুলে দিলেন গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির 10 জনের প্রতিনিধি টিম।
এই টিমে উপস্থিত ছিলেন মালদা জেলা গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির মুখপাত্র তরিকুল ইসলাম,সম্পাদক খিদির বক্স আহ্বায়ক মোসারেকুল আনোয়ার , গৌতম পাল ,রফিকুল ইসলাম প্রমুখ।
ডেপুটেশন শেষে মালদা জেলা গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির সম্পাদক খিদির বক্স এবং মালদা জেলা গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির মুখপাত্র তরিকুল ইসলাম উভয়ই সোনার নিউজ টিভিকে জানান, তারা এরপর মালদার অন্যান্য ব্লকের BDO কে ডেপুটেশন দেবেন, তারপর সম্মিলিতভাবে জেলাশাসককে ডেপুটেশন দিবেন, কাজ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন