মানিকচক ব্লকের গোপালপুর উত্তর হুকমতটোলার গঙ্গা ভাঙন পরিদর্শনে এলেন বাম প্রতিনিধি দল:-
গোপালপুর:- গত বুধবার বিকেল 4টায় মানিকচক ব্লকের অন্তর্গত গোপালপুর উত্তর হুকমতটোলার গঙ্গা ভাঙন পরিদর্শনে এলেন বাম প্রতিনিধি দল।সোনার বাংলা নিউজ টিভি চ্যানেলের খবরের সৌজন্যে উত্তর উত্তর হুকমতটোলার গঙ্গা ভাঙনের কথা চতুর্দিকে ছড়িয়ে পড়ে।এদিনগঙ্গা ভাঙন পরিদর্শনে CITU জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা,CITU ব্লক সম্পাদক শ্যামল বসাক,মানিকচক এরিয়া কমিটির সম্পাদক আশরাফুল হক,প্রাক্তন এরিয়া কমিটির সম্পাদক শ্রীনিবাস মন্ডল ও যুবনেতা অমিত সহ স্থানীয় অঞ্চল নেতৃত্বগণ উপস্থিত ছিলেন। জনসাধারণের সামনে CITU সম্পাদক দেবজ্যোতি সিনহা বলেন," শারদ উৎসব শেষ হলেই গোপালপুরের গঙ্গা ভাঙনের জন্য যা যা পদক্ষেপ নেওয়ার দরকার তাই নেবো। যে ভাষায় রাজ্য ও কেন্দ্র বোঝে সেই ভাষায় আন্দোলন করবো।"
গ্রামবাসীদের দাবিকে সমর্থন করে তিনি আরও https://www.facebook.com/profile.php?id=100082805632507 বলেন যে, অবিলেম্বে গঙ্গার পাড় বোল্ডার দিয়ে স্থায়ীভাবে বেঁধে দিতে হবে। বাস্তহারাদের কলোনি করে দিতে হবে রাজ্য সরকারকে।বাম আমলে বড়ো বানানসহ বিভিন্ন জায়গায় বামেরা উদ্বাস্তুদের বসার ব্যবস্থা করেছিল, তবে এই সরকার কেন পারবে না? গোপালপুরে রাস্তার বেহাল অবস্থা নিয়ে তিনি তৃণমূল সরকারকে একহাত নেন। লুটের সরকার চলছে বলে তিনি কটাক্ষ করেন ।এদিন অপর এক বামনেতা শ্যামল বসাক বলেন, গোপালপুরের 4কিমি রাস্তার বেহাল অবস্থা।যারা পঞ্চায়েত ও জেলা পরিষদ চালাচ্ছেন তাদেরকে অবিলম্বে রাস্তা মেরামত করার কাজ শুরু করতে হবে।10অক্টোবর এর পর আবার এসে রাস্তার জন্য তুমুল আন্দোলন শুরু করবেন বলে জনসাধারণকে আশ্বাস দেন।এমনকি গোপালপুরবাসীর গণস্বাক্ষর নিয়ে যা যা পদক্ষেপ নেওয়ার তা দ্রুত নেবেন বলে অঙ্গীকার করেন সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন