আগামীকাল ১৭ অক্টোবর ভারতের কমিউনিস্ট পার্টির ১০৩ তম প্রতিষ্ঠা দিবস


 আগামীকাল 17 অক্টোবর ভারতের কমিউনিস্ট পার্টির 103তম প্রতিষ্ঠা দিবস।https://www.facebook.com/profile.php?id=100082805632507 CITU জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা জানান,--"আগামীকাল সকাল 10 টায় জেলা পার্টি অফিস মিহির দাস ভবনে পতাকা উত্তোলিত হবে। সেই সঙ্গে জেলার প্রতিটি পার্টি অফিসে ও প্রতিটি শাখা এলাকায় পতাকা উত্তোলন হবে।"

ইতিহাস:- ভারতের কমিউনিস্ট পার্টির মতে দল প্রতিষ্ঠা হয়েছিল ১৯২৫ সালের ২৫ ডিসেম্বর কানপুর পার্টি কনফারেন্সের সময়। কিন্তু ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) মনে করে ১৯২০ সালের ১৭ অক্টোবর কমিউনিস্ট ইন্টারন্যাশনালের দ্বিতীয় কংগ্রেসের পর তুর্কিস্তান অটোনমাস সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকের তাসখন্দে সিপিআই প্রতিষ্ঠিত হয়। দলের প্রতিষ্ঠাতা-সদস্যরা ছিলেন মানবেন্দ্রনাথ রায়, ইভলিন ট্রেন্ট রায় (মানবেন্দ্রনাথ রায়ের স্ত্রী), অবনী মুখোপাধ্যায়, রোজা ফিটিনগফ (অবনী মুখোপাধ্যায়ের স্ত্রী), মহম্মদ আলি (আহমেদ হাসান), মহম্মদ শাফিক সিদ্দিকি, ভোপালের রফিক আহমেদ, এম. পি. বি. টি. আচার্য  উত্তরপশ্চিম সীমান্ত প্রদেশের সুলতান আহমেদ খান তারিন[২][৩][৪] সিপিআই-এর মতে ভারতীয়রা বিশ্বের বিভিন্ন স্থানে বিদেশিদের সাহায্যে অনেকগুলি কমিউনিস্ট গোষ্ঠী স্থাপন করেছিল। তাসখন্দের গোষ্ঠীটি সেগুলির অন্যতম।

সিপিআই ভারতের মধ্যে সংগঠন গড়ে তুলতে প্রয়াসী হয়। মানবেন্দ্রনাথ রায় বাংলার অনুশীলন ও যুগান্তর গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করেন। বাংলা (মুজফফর আহমেদের নেতৃত্বে), বোম্বাই (এস. এ. ডাঙ্গের নেতৃত্বে), মাদ্রাজ (সিঙ্গারাভেলু চেত্তিয়ারের নেতৃত্বে) যুক্তপ্রদেশ (শৌকত উসমানির নেতৃত্বে) ও পাঞ্জাব ও সিন্ধুপ্রদেশ (গুলাম হুসেনের নেতৃত্বে) ছোটো ছোটো কমিউনিস্ট গোষ্ঠী গড়ে ওঠে। এঁদের মধ্যে একমাত্র উসমানিই সিপিআই-এর দলীয় সদস্য হয়েছিলেন।[৫]

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এনসিটিই - র মেন্টর নিযুক্ত হলেন জাতীয় শিক্ষক তথা শোভানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর হরিস্বামী দাস

দুরারোগ্যক্যান্সার রোগ আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ালেন বিশ্বজিৎ মন্ডল

মুম্বাইয়ের লীলাবতী হসপিটাল থেকে ছাড়া পেলেন ছোট নবাব