আজ ড: বি:আর আম্বেদকরের 130 তম জন্ম বার্ষিকী
ড:বি আর আম্বেদকরের জীবনী: ১৯৪৭ সালের ১৫ই আগষ্ট ভারত স্বাধীন হওয়ার পরে বি আর আম্বেদকর ভারতবর্ষের প্রথম আইন মন্ত্রী হন। তিনি ভারতবর্ষের জন্য নতুন আইন রচনা করেন যা ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতের সংবিধান হিসাবে সারাদেশে ঘোষণা করা হয়। তার বিচারধারা অনুসরণ করেই Reserve Bank of India তৈরি করা হয়।
ভারতের অন্যতম বিশিষ্ট সমাজ সংস্কারক আম্বেদকর বর্ণপ্রথার দ্বারা সৃষ্ট অসমতার বিরুদ্ধে লড়াইয়ের জন্য পরিচিত। বাবা সাহেব আম্বেদকর একজন আইনবিদ, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং সমাজ সংস্কারক হিসেবে পরিচিত। তিনি ছিলেন সংবিধানের স্থপতি এবং স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী। তাঁর অবদানের জন্য প্রতি বছর তাঁর জন্মদিন “আম্বেদকর জয়ন্তী” (Ambedkar Jayanti 2023) রুপে পালিত হয়। সারা দেশের জন্য অনেক মহৎ কর্ম করা এই লোকটি তার জীবনের প্রথম দিকে সমাজের দ্বারা যে পরিমাণ লাঞ্চিত ও বঞ্চিত হয়েছেন তা মনে হয় না অন্য কেউ হয়েছেন এবং সেই সমস্ত অপমান ভুলে সামনের দিকে এগিয়ে গেছে।
একনজরে বাবা সাহেব:
নাম (Name) বি. আর. আম্বেদকর বা ডঃ ভীমরাও রামজি আম্বেদকর (Dr. Bhimrao Ramji Ambedkar)
জন্ম (Birthday) ১৪ই এপ্রিল ১৮৯১ (14th April 1891)
জন্মস্থান (Birthplace) মধ্যপ্রদেশ
অভিভাবক (Parents)/পিতামাতা রামজী মালোজী শাকপাল ও ভীমাবাই
ডাকনাম বাবা সাহেব
জাতীয়তা ভারতীয়
উপাধি ভারতের আইন-মন্ত্রী,
চেয়ারম্যান অব দ্যা কন্স্টিটিউশন ড্রাফটিং কমিটি।
আন্দোলন দলিত বৌদ্ধ আন্দোলন
দাম্পত্য সঙ্গী (Spouse) রমাবাই (১০৯৬) ও সভিতা (১৯৪৮)
শিক্ষা এম.এ.(M. A.);
পি.এইচ.ডি.(PhD.);
ডি.এস.সি.(D.Sc.
এল.এল.ডি.(L.L.D.);
ডি.লিট.(D.Lit.),
নাম (Name) বি. আর. আম্বেদকর বা ডঃ ভীমরাও রামজি আম্বেদকর (Dr. Bhimrao Ramji Ambedkar)
জন্ম (Birthday) ১৪ই এপ্রিল ১৮৯১ (14th April 1891)
জন্মস্থান (Birthplace) মধ্যপ্রদেশ
অভিভাবক (Parents)/পিতামাতা রামজী মালোজী শাকপাল ও ভীমাবাই
ডাকনাম বাবা সাহেব
জাতীয়তা ভারতীয়
উপাধি ভারতের আইন-মন্ত্রী,
চেয়ারম্যান অব দ্যা কন্স্টিটিউশন ড্রাফটিং কমিটি।
আন্দোলন দলিত বৌদ্ধ আন্দোলন
দাম্পত্য সঙ্গী (Spouse) রমাবাই (১০৯৬) ও সভিতা (১৯৪৮)
শিক্ষা এম.এ.(M. A.);
পি.এইচ.ডি.(PhD.);
ডি.এস.সি.(D.Sc.);
এল.এল.ডি.(L.L.D.);
ডি.লিট.(D.Lit.),
ব্যরিস্টার(আইন) (Barrister(Law))
মৃত্যু (Death) ৬ই ডিসেম্বর ১৯৫৬ (6th December 1956)
মৃত্যুস্থান (Deathplace) দিল্লি
বি. আর. আম্বেদকর এর জন্ম – B. R.) (Barrister(Law))
মৃত্যু (Death) ৬ই ডিসেম্বর ১৯৫৬ (6th December 1956)
মৃত্যুস্থান (Deathplace) দিল্লি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন