এগিয়ে এলো গরমের ছুটি
কয়েকদিন আগে অবহাওয়া দফতরের পক্ষ থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছিল এবং তার মধ্যেই পশ্চিমবঙ্গে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হল। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষা দফতর। কিন্তু বর্তমানে এই নিয়ে শিক্ষা দফতরের তরফে কোন আধিকারিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তীব্র তাপপ্রবাহ বাড়তে চলেছে সারা রাজ্যে, উষ্ণতা প্রায় ৪৫ ডিগ্রি পর্যন্ত পৌঁছোতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আর এই পরিস্থিতিতে বাচ্চাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে রাজ্য সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গরমের জন্য রাজ্যের অনেক জেলায় মর্নিং ক্লাস শুরু করা হয়েছে এবং দুপুর ১১ – ৪ টে পর্যন্ত বিশেষ প্রয়োজন না পরলে বাড়িতেই থাকতে বলা হয়েছে। আগামী ২৪ শে মে রাজ্যে Summer Vacation শুরু হওয়ার কথা বলা হয়েছিল কিন্তু প্রায় একমাস এই ছুটি এগিয়ে নিয়ে আসা হল। ২৯ শে এপ্রিল শেষ ক্লাস হতে চলেছে। ইতি মধ্যেই দেশের আরও অনেক রাজ্য যেমন – ওড়িশা, পাঞ্জাব সহ আরও অনেক রাজ্যে এই গরমের ছুটির ঘোষণা করা হয়েছে।
আগামী ২ মে থেকে শুরু হতে চলেছে
পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালীন ছুটি। ছাত্র ছাত্রীদের সঙ্গে শিক্ষক – শিক্ষিকাদেরও বিদ্যালয়ে আসতে হবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ঠিক কতদিন পর্যন্ত এই ছুটি দেওয়া হবে সেই বিষয়ে সঠিক খবর পাওয়া যায়নি।
কিন্তু কিছু বিশেষজ্ঞ এর মতে বিগত বছরের মতো টানা ১ বা ২ মাসের জন্য এই রাজ্যে Summer Vacation দেওয়া হতে পারে। কিন্তু এটা সঠিক কিনা এখনই সেটা বলা যাচ্ছে না, কারণ সবই আবহাওয়ার ওপর নির্ভর করছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন