পোস্টগুলি

অক্টোবর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

২৪ বছর পর কংগ্রেসের ব্যাটন গান্ধি পরিবারের বাইরে, কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

ছবি
 ২৪ বছর পর কংগ্রেসের ব্যাটন গান্ধি পরিবারের বাইরে, কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে।তিনি শশী তারুরকে বিপুল ভোটে পরাজিত করে সভাপতির পদ ছিনিয়ে নিলেন।তার প্রাপ্ত ভোট 7897 এবং শশী তারুর পেয়েছেন মাত্র 1072টি ভোট।   মান্নাপা মল্লিকার্জুন খাড়গে 16 ফেব্রুয়ারি 2021 সাল থেকে কর্ণাটক থেকে রাজ্যসভার সংসদ সদস্য। তিনি 16 ফেব্রুয়ারি 2021 থেকে 01 অক্টোবর 2022 পর্যন্ত রাজ্যসভায় বিরোধী দলের নেতাও ছিলেন।    জন্ম : 21 জুলাই 1942 (বয়স 80 বছর)   শিক্ষাঃ শেঠ শঙ্করলাল লাহোতি আইন কলেজ (১৯৬৭),    সন্তান : প্রিয়াঙ্ক খারগে, প্রিয়দর্শিনী খারগে পত্নী : রাধাবাই খড়গে

আগামীকাল ১৭ অক্টোবর ভারতের কমিউনিস্ট পার্টির ১০৩ তম প্রতিষ্ঠা দিবস

ছবি
 আগামীকাল 17 অক্টোবর ভারতের কমিউনিস্ট পার্টির 103তম প্রতিষ্ঠা দিবস।https://www.facebook.com/profile.php?id=100082805632507 CITU জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা জানান,--" আগামীকাল সকাল 10 টায় জেলা পার্টি অফিস মিহির দাস ভবনে পতাকা উত্তোলিত হবে। সেই সঙ্গে জেলার প্রতিটি পার্টি অফিসে ও প্রতিটি শাখা এলাকায় পতাকা উত্তোলন হবে।" ইতিহাস:-  ভারতের কমিউনিস্ট পার্টির মতে দল প্রতিষ্ঠা হয়েছিল ১৯২৫ সালের ২৫ ডিসেম্বর কানপুর পার্টি কনফারেন্সের সময়। কিন্তু ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) মনে করে ১৯২০ সালের ১৭ অক্টোবর   কমিউনিস্ট ইন্টারন্যাশনালের   দ্বিতীয় কংগ্রেসের পর   তুর্কিস্তান অটোনমাস সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকের   তাসখন্দে   সিপিআই প্রতিষ্ঠিত হয়। দলের প্রতিষ্ঠাতা-সদস্যরা ছিলেন   মানবেন্দ্রনাথ রায় ,   ইভলিন ট্রেন্ট রায়   (মানবেন্দ্রনাথ রায়ের স্ত্রী),   অবনী মুখোপাধ্যায় ,   রোজা ফিটিনগফ   (অবনী মুখোপাধ্যায়ের স্ত্রী), মহম্মদ আলি ( আহমেদ হাসান ),   মহম্মদ শাফিক সিদ্দিকি ,   ভোপালের   রফিক আহমেদ ,   এম. ...

৮২ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব

ছবি
  10 অক্টোবর: এসপি পৃষ্ঠপোষক এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব সোমবার মারা গেছেন।  তার বয়স হয়েছিল 82 বছর।  মুলায়ম সিং যাদবকে সম্প্রতি মূত্রনালীর সংক্রমণ, রক্তচাপের সমস্যা এবং শ্বাসকষ্টের কারণে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছিল।  তার স্বাস্থ্য ক্রমাগত সংকটজনক হতে থাকে। https://www.facebook.com/profile.php?id=100082805632507  মঙ্গলবার মুলায়ম সিং যাদবের শেষকৃত্য সম্পন্ন হবে তার নিজ গ্রাম সাইফাইয়ে।  তাঁর দেহ গুরুগ্রাম থেকে বাসে সাইফাই নিয়ে যাওয়া হচ্ছে।  অন্যদিকে, উত্তরপ্রদেশ সরকার মুলায়ম সিং যাদবের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।   মুলায়ম সিং যাদবের মৃত্যুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিশিষ্ট অভিনেত্রী জয়া বচ্চন,কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী সহ দেশের সমস্ত রাজনীতিবিদ, রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন।

গোপালপুর উত্তর হুকমতটোলার গঙ্গা ভাঙন পরিদর্শনে এলেন DYFI এর জেলা ও রাজ্য নেতৃত্ব

ছবি
মানিকচক : দীর্ঘ 20- 25দিন ধরে চলছে মানিকচক ব্লকের https://www.facebook.com/profile.php?id=100082805632507 গোপালপুর অঞ্চলের উত্তর হুকমতটোলায় গঙ্গার ভাঙন।ইতিমধ্যে গঙ্গা প্রস্থে প্রায় 500 মিটার গোপালপুরের বিস্তীর্ণ অঞ্চলকে নিজ সাম্রাজ্যের অধীনস্থ করেছে,ফলে শত শত বিঘা জমি গোপালপুরের মানচিত্র থেকে বাদ হয়ে জল গঙ্গা সাম্রাজ্যের অন্তর্গত হয়েছে। এইমুহুর্তে বাঁধ থেকে নদীর দূরত্ব থেকে কোথাও 50মিটার,কোথাও 100 মিটার, কোথাও 200 মিটার ,আবার কোথাও 500মিটার। ইতিমধ্যে উত্তর হুকমতটোলার বাঁধ সংলগ্ন পরিবার গুলি তাদের বাড়ি ঘর অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন, অনেকের জমি কেনার সামর্থ্য নেই বলে এখনও তারা বাঁধের ধারেই রয়েছেন। আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। 9অক্টোবর বিকেল 4টায় নদীর ধারে পৌঁছে যান DYFI এর জেলা ও রাজ্য নেতৃত্ব। নদীর রুদ্রমূর্তি দেখে সেখানেই আন্দোলনের সূচনা করেন DYFI এর নেতা-নেত্রীগণ। এদিন DYFI এর রাজ্য কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য সরোজ দাস বলেন , " তৃণমূলের রাজত্বে শুধু লুট চলছে। লুটে পুটে তারা তাদের বাড়ি একতলা থেকে দোতলা করছেন।সাধারণ মানুষের সাথে কথা বলে জানত...

মানিকচক ব্লকের গোপালপুর উত্তর হুকমতটোলার গঙ্গা ভাঙন পরিদর্শনে এলেন বাম প্রতিনিধি দল:-

ছবি
  গোপালপুর:- গত বুধবার বিকেল 4টায় মানিকচক ব্লকের অন্তর্গত গোপালপুর উত্তর হুকমতটোলার গঙ্গা ভাঙন পরিদর্শনে এলেন বাম প্রতিনিধি দল।সোনার বাংলা নিউজ টিভি চ্যানেলের খবরের সৌজন্যে উত্তর উত্তর হুকমতটোলার গঙ্গা ভাঙনের কথা চতুর্দিকে ছড়িয়ে পড়ে।এদিনগঙ্গা ভাঙন পরিদর্শনে CITU জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা,CITU ব্লক সম্পাদক শ্যামল বসাক,মানিকচক এরিয়া কমিটির সম্পাদক আশরাফুল হক,প্রাক্তন এরিয়া কমিটির সম্পাদক শ্রীনিবাস মন্ডল ও যুবনেতা অমিত সহ স্থানীয় অঞ্চল নেতৃত্বগণ উপস্থিত ছিলেন। জনসাধারণের সামনে CITU সম্পাদক দেবজ্যোতি সিনহা বলেন," শারদ উৎসব শেষ হলেই গোপালপুরের গঙ্গা ভাঙনের জন্য যা যা পদক্ষেপ নেওয়ার দরকার তাই নেবো। যে ভাষায় রাজ্য ও কেন্দ্র বোঝে সেই ভাষায় আন্দোলন করবো।"                গ্রামবাসীদের দাবিকে সমর্থন করে তিনি আরও  https://www.facebook.com/profile.php?id=100082805632507   বলেন যে, অবিলেম্বে গঙ্গার পাড় বোল্ডার দিয়ে স্থায়ীভাবে বেঁধে দিতে হবে। বাস্তহারাদের কলোনি করে দিতে হবে রাজ্য সরকারকে।বাম আমলে বড়ো বানানসহ বিভিন্ন জায়গায়...