২৪ বছর পর কংগ্রেসের ব্যাটন গান্ধি পরিবারের বাইরে, কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে
২৪ বছর পর কংগ্রেসের ব্যাটন গান্ধি পরিবারের বাইরে, কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে।তিনি শশী তারুরকে বিপুল ভোটে পরাজিত করে সভাপতির পদ ছিনিয়ে নিলেন।তার প্রাপ্ত ভোট 7897 এবং শশী তারুর পেয়েছেন মাত্র 1072টি ভোট। মান্নাপা মল্লিকার্জুন খাড়গে 16 ফেব্রুয়ারি 2021 সাল থেকে কর্ণাটক থেকে রাজ্যসভার সংসদ সদস্য। তিনি 16 ফেব্রুয়ারি 2021 থেকে 01 অক্টোবর 2022 পর্যন্ত রাজ্যসভায় বিরোধী দলের নেতাও ছিলেন। জন্ম : 21 জুলাই 1942 (বয়স 80 বছর) শিক্ষাঃ শেঠ শঙ্করলাল লাহোতি আইন কলেজ (১৯৬৭), সন্তান : প্রিয়াঙ্ক খারগে, প্রিয়দর্শিনী খারগে পত্নী : রাধাবাই খড়গে